December 30, 2022
কমিউনিটি ব্যাংকের পঞ্চবটি শাখা নতুন ঠিকানায়
গত ২৬ ডিসেম্বর, ২০২২ তারিখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পঞ্চবটি শাখা নতুন ঠিকানায় বাণিজিক কার্যক্রম শুরু করে। শাখাটির পরিবর্তিত ঠিকানা জনতা সুপার মার্কেট (২য় তলা) ডালডা রোড, পঞ্চবটি, নারায়ণগঞ্জ এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংকের বাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্য্যনেজিং ডিরেক্টর এন্ড চিফ বিজনেস অফিসার জনাব এস.এম মাঈনুল কবীর, জনাব এস.এম শাহীন ইকবাল, হেড অব জিএসডি এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও গণ্য মান্য বাক্তিবর্গ।