এ-চালান সরকারের সকল রাজস্ব ও সেবা ফি বাবদ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার লক্ষ্যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০ অর্থবছর হতে “অটোমেটেড চালান (এ-চালান) সিস্টেম” চালু করা হয়েছে। এ-চালান সিস্টেম একটি ইন্টারনেট/ওয়েব ভিত্তিক (ibas.finance.gov.bd/acs) পেমেন্ট গেটওয়ে যার মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি’র অর্থ সরাসরি সরকারি কোষাগারে (Treasury Single Account- TSA) জমা দিয়ে তাৎক্ষণিকভাবে এ-চালান গ্রহণ করা যায়। এই এ-চালান সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অফিসে জমা দিয়ে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করা যায়।
কমিউনিটি ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে এ-চালানোর মাধ্যমে সরকারি বিভিন্ন ফি জমা দেওয়া সম্ভব।

এ-চালানের যাচাই পদ্ধতি

সেবা প্রদানকারী সরকারি অফিস/সেবাপ্রত্যাপী ব্যক্তি বা প্রতিষ্ঠান চালান ভেরিফিকেশন সাইটে (103.48.16.132/echalan) গিয়ে তাৎক্ষণিকভাবে চালানের সত্যতা যাচাই করতে পারবে।

এ-চালানের জমার মাধ্যম

বর্তমানে এ-চালান সিস্টেম ব্যবহার করে নিম্নলিখিত সেবা সহ ১৯৬ টি রাজস্ব ও সেবা ফি জমা দেওয়া যায়

এ-চালানের সুবিধা

এ-চালানের সাথে অন্যান্য সিস্টেমের ইন্টিগ্রেশন

এ-চালান এর ওয়েব লিংক